রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কুয়েত রমজান মাস উপলক্ষে মার্কেট এ চলছে মূল্য ছাড়

কুয়েত প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৩, ১৫:৩১
আপডেট  : ২০ মার্চ ২০২৩, ১৫:৩৩
কুয়েত রমজান মাস উপলক্ষে মার্কেট এ চলছে মূল্য ছাড়
কুয়েত রমজান মাস উপলক্ষে মার্কেট এ চলছে মূল্য ছাড়

কুয়েতে আগামী বৃহস্পতিবার ২৩ মার্চ পবিত্র মাহে রমজান মাস শুরু উপলক্ষে সুপার শপ মার্কেট গুলোতে শুরু হয়েছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিশেষ মূল্য ছাড় এর প্রতিযোগীতা।

পবিত্র রমজান মাস এলেই কুয়েতের বিভিন্ন এলাকার নিত্যপ্রয়োজনীয় সুপার মার্কেট , লুলু হাইপার,সিটি সেন্টার, সুলতান সেন্টার,ক্যারিয়ার,গ্রাউন্ড হাইপার অনকোস্ট, সহ ইত্যাদি ১০% থেকে ৫০% পর্যন্ত চলছে মূল্য ছাড়া এর প্রতিযোগিতা।

এতে করে প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকরাও নিত্যপ্রয়োজনীয় পণ্যে কিনতে ভিড় জমান। উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায় বেচাকেনায়। নিজেদের পছন্দে পণ্যের মূল্য ছাড় থাকার কারনে কিনতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

কুয়েতের বাজারে পণ্যের দামে কোনও অসঙ্গতি খুঁজে পায়নি বাণিজ্য মন্ত্রণালয় কুয়েত বাজার মনিটরিং সংস্থা বলদিয়া অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে পুণ্যের মান ও দাম নজরদারি করে কনো রকম অনিয়ম পেলে সাথে সাথেই কঠোর আইনি ব্যবস্থা নেয় হয় ।

কুয়েত সরকার কিছু কিছু পণ্যের উপর ভর্তুকি দিয়ে থাকে যা সারকার নির্ধারিত রেটে বিক্রি করতে হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে