ইসরায়েলি বাহিনী আল-শিফা হাসপাতালের ভিতরে আবস্থানরত ডাক্তার, রোগী এবং বাস্তুচ্যুতদের সরে যেতে এক ঘণ্টা সময় দিয়েছে। আল শিফার একটি সূত্র সংবাদ সংস্থা আলজাজিরাকে এই তথ্য জানিয়েছে।
আলজাজিরার প্রতিবেদক আল-শিফা হাসপাতালের একজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, “ইসরায়েলি সেনাবাহিনী আল-শিফা হাসপাতালের সবাইকে আল-রাশিদ রাস্তা দিয়ে সরে যেতে মাত্র এক ঘন্টা সময় দিয়েছে।
যে রাস্তাকে ‘সমুদ্রের রাস্তা’ বলে থাকি আমরা। এটি আসলে কোনো রাস্তা নয়। যারা দক্ষিণে সরে যাচ্ছে তারা সাধারণত সালাহ আল-দীনের রাস্তা ধরে যান। তবে তাদের এক ঘন্টার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
’ ওই চিকিৎসক আরো বলেছেন, ‘সবাইকে এক ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়া অসম্ভব। বিশেষ করে, অসুস্থ মানুষ এবং অপরিণত শিশু। কারণ শিশুদের দক্ষিণে স্থানান্তর করার জন্য কোনো অ্যাম্বুলেন্স নেই।’
এদিকে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধের পর প্রতি দুই দিনে এক লাখ ৪০ হাজার (৩৬ হাজার ৯৮৫ গ্যালন) জ্বালানি গাজায় প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।
একজন ইসরায়েলি কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ না করে জানান, জাতিসংঘের চাহিদা মেটাতে দিনে দুটি ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে তারা এটাও বলেছে, পরিমাণটি মহামারী প্রতিরোধে গাজায় পানি, পয়ঃনিষ্কাশন এবং স্যানিটারি ব্যবস্থার জন্য ন্যূনতম সহায়তা দিবে।
গত ১৫ নভেম্বর আল-শিফা হাসপাতালের ভেতরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। হামলার সময় হাসপাতালটিতে ৬৫০ জন রোগী, প্রায় ৫০০ জন স্টাফ এবং কয়েক হাজার আশ্রিত মানুষ ছিলেন। তারা গত তিন-চারদিন ধরে সেখানে খাবার-পানি ছাড়া আটকা পড়ে আছেন। এছাড়া যেসব রোগী আইসিওতে আছেন তারা জ্বালানির অভাবে মেশিন বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যুবরণ করেছেন।
সূত্র: আলজাজিরা
যাযাদি/ এসএম