শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

গাজায় স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জন নিহত

যাযাদি ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০২৩, ১৪:২৮
গাজায় স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জন নিহত
গাজায় স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জন নিহত

গাজা শহরের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেয়া দুটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক।

সোমবার (৪ নভেম্বর) সরকারি বার্তাসংস্থা ওয়াফা এ কথা জানিয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, ইসরাইলি ফাইটার জেট এবং আর্টিলারি কামান জাতিসঙ্ঘ পরিচালিত সালাহ আদ-দিন স্কুল এবং আল-দাররাজের শহিদ আসাদ সাফওয়াতি স্কুলে গোলা বর্ষণ করে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে এক সপ্তাহের যুদ্ধবিরতির শেষে শুক্রবার গাজা উপত্যকায় আবারো সামরিক অভিযান শুরু করে ইসরাইল।

৭ অক্টোবর থেকে গাজায় বিমান ও স্থল হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৪২ হাজার জনেরও বেশি আহত হয়েছে।

সরকারী পরিসংখ্যান অনুসারে এ যুদ্ধে ইসরাইলি নিহতের সংখ্যা এক হাজার ২০০ জন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে