সীমানার একটি কলাগাছ কাটাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মোহাম্মদ উল্যাহ (৪৫) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।শনিবার ১০মে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মোহাম্মদ উল্যাহ বক্সমাহমুদ ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। সে পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামের বাসিন্দা ও খন্ডলহাই বাজারে একজন ব্যবসায়ী বলে জানা গেছে।
এর আগে গত ৫মে বাড়ির সীমানার একটি কলা গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী দেলোয়ার হোসেনের সাথে বাকবিতন্ডা হয়।
এ সময় দেলোয়ার হোসেন তার শ্যালক আবদুল শুক্কুরসহ কয়েকজনকে ফোনে ডেকে এনে মোহাম্মদ উল্যাহর উপর হামলা করে এ সময় লাঠি দিয়ে মোহাম্মদ উল্যাকে পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সাড়ে ১২ টার দিকে সে মারা যায়।
এই ঘটনায় নিহতের স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে আলী হোসেনকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আনোয়ার হোসেন নামের একজনকে গ্রেফতার করে।
নিহতের ভাই আব্দুর রহমান বলেন বাড়ির সীমানার কলা গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী দেলোয়ারের সাথে বাকবিতন্ডা হয় এসময় দেলোয়ার হোসেন তার শ্যালকসহ কয়েকজনকে ডেকে এনে তাদের উপর হামলা করে আব্দুস শুক্কুর সহ তার সহযোগীরা তার ভাই মোহাম্মদ উল্লাহকে পিটিয়ে গুরুতর আহত করে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ‘এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে’।