আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বিক্ষোভ করেছে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)।
কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে। ভারতের শ্চিমবঙ্গের কলকাতায় বিক্ষোভ করার সময় পুলিশি বাধার মুখে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন এর নেতারা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজে জামায়েতের ডাক দেয় অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন।
পরে মধ্য কলকাতার পার্ক সার্কাস ময়দানে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনটির সদস্যরা।
কর্মসূচির অন্যতম অংশ ছিল কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে স্মারকলিপি প্রদান। কিন্তু এতে বাধা দেয় পুলিশ। এসময় আন্দোলনকারীদের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায় পুলিশকে।