গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে এবার বিক্ষোভে অংশ নিয়েছে ইস্তাম্বুলের মানুষ।
গাজায় গণহত্যা, হত্যাযজ্ঞ এবং স্থানান্তর- এই প্রতিপাদ্য নিয়ে তুরস্কের বাণিজ্যিক রাজধানীতে বিক্ষোভে অংশ নিয়েছেন ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীরা।
পুলিশ বিক্ষোভকারীদের তাকসিম স্কয়ারে মিছিল করতে বাঁধা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের অনেকেই তুরস্কের বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) সমর্থক ছিলেন বলে উল্লেখ করা হয়।
এর আগে অবরুদ্ধ এই উপত্যকা এবং ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মরক্কোর রাস্তায় নেমে আসে হাজার হাজার বিক্ষোভকারী।
প্রায় ১৮ মাস ধরে চলা যুদ্ধে ইসরাইলকে সমর্থন দিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভে অংশ নেওয়া লোকজন।
বিগত কয়েক মাসের মধ্যে এটাই ছিল মরক্কোর সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি। স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী রাবাতের বিভিন্ন এলাকার রাস্তায় জড়ো জন বিক্ষোভকারীরা। সে সময় বিক্ষোভকারীদের ইসরাইলি পতাকা পদদলিত করতে দেখা গেছে।
গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গত ৭ এপ্রিল বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দেয় ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। এরপরেই বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে বিক্ষোভ শুরু হয়।
গাজায় ইসরাইলি বাহিনীর বোমা হামলা অব্যাহত রয়েছে। শনিবার অবরুদ্ধ এই উপত্যকায় ইসরাইলি হামলায় নতুন করে আরও কমপক্ষে ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে।
এদিকে নতুন করে আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরাইলের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। বন্দীদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য একটি নতুন চুক্তির প্রস্তাবের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
অপরদিকে হামাস জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরাইলি-আমেরিকান বন্দি এডান আলেকজান্ডারকে ধরে রাখা প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছেন। তবে এডানের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।
গাজাযুদ্ধ বন্ধ ও জিম্মি বিনিময়ের ক্ষেত্রে ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরাইলের দেওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখান করে গাজায় হামাসের প্রধান খলিল আল-হায়া এ কথা বলেছে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে খলিল আল-হায়া বলেছেন, হামাস আর অন্তর্বর্তীকালীন চুক্তিতে সম্মত হবে না।
যাযাদি/আর