শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

এক মাসের মাথায় অভিমানে বাড়ি ছাড়লেন শামীমের স্ত্রী

যাযাদি ডেস্ক
  ০৯ মে ২০২৫, ১৪:৩৭
এক মাসের মাথায় অভিমানে বাড়ি ছাড়লেন শামীমের স্ত্রী
স্ত্রী আফসানা আক্তারের সঙ্গে শামীম হাসান সরকার। ছবি : সংগৃহীত

মাত্র বিয়ের একমাস পেরুল। এর মধ্যে শুরু হয়ে গেছে ঝামেলা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার।

অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া তার বিরুদ্ধে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ আনলে খবরের শিরোনাম হন তিনি।

এরপর শামীম মুখোমুখি হন দেশের গণমাধ্যমের। জানান তার বিরুদ্ধে আনা অভিযোগের নেই কোনো ভিত্তি।

এ সময় তিনি তার সাবেক প্রেমিকা অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খুলেন।

তার পরেই বাধে বিপত্তি। এরপর জানা যায় অভিনেতার ব্যক্তিজীবনেও শুরু হয়ছে ঝামেলা।

শামীম হাসান সরকার এপ্রিলের ৪ তারিখ আফসানা আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এদিন পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়। সবকিছু ভালোই যাচ্ছিল।

কিন্তু হঠাৎ করেই তার বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ এবং মিডিয়াতে তার প্রাক্তন প্রেমিকা নিয়ে আলোচনা শুরু হলে পারিবারিক জীবনে অশান্তি হয় এই অভিনেতার।

এবার জানা গেছে ৭ মে রাতে শামীমের স্ত্রী অভিমানে তার বাসা ছেড়ে চলে গছেন।

এরই মধ্যে এই অভিনেতার বিরুদ্ধে অভিনেত্রী ও বাচিকশিল্পী সিফাত বন্যা শামীমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।

বছর দুয়েক আগে শুটিং সেটে তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে এবার মুখ খুললেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে