শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শিবিরের অংশগ্রহণে পাল্টে গেলো যমুনার পরিস্থিতি

যাযাদি ডেস্ক
  ০৯ মে ২০২৫, ০৭:৪৬
আপডেট  : ০৯ মে ২০২৫, ০৭:৫৩
শিবিরের অংশগ্রহণে পাল্টে গেলো যমুনার পরিস্থিতি
আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান নেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিগবাতুল্লাহ্

শিবিরের অংশগ্রহণে পাল্টে গেলো যমুনার পরিস্থিতি। মধ্য রাতে দলে দলে শিবিরের কর্মীরা অবস্থান নিলে অবস্থান কর্মসূচিতে উত্তাল তরঙ্গের সৃষ্টি হয়।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির নেতাকর্মীদের অবস্থান নেওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে তাদের সঙ্গে যোগ দেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও।

ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইসলামী ছাত্রশিবির।

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার সাথে তারা সংহতি প্রকাশ করে এই অবস্থান নিয়েছে।

শুক্রবার (৯ মে) দিবাগত রাত ৪টার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ যমুনার সামনে এসে ছাত্র-জনতার সাথে সংহতি জানিয়েছেন।

এর আগে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছিল ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে