ভারতের বিমান হামলার প্রতিবাদে দেশটির চার্জ ডি’ অ্যাফেয়ার্স গীতিকা শ্রীবাস্তবকে তলব করেছে পাকিস্তান। খবর বিবিসির।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের একাধিক স্থানে বিনা উস্কানিতে ভারতীয় হামলার বিরুদ্ধে পাকিস্তানের তীব্র প্রতিবাদ ও হুশিয়ারির কথা জানাতে রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, “এই হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন।”
এতে আরো বলা হয়েছে, “ভারতের এই পদক্ষেপ ‘পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন।”
পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় বিমান হামলা ও গুলিবর্ষণে ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৬ জন।
পাকিস্তান এর আগে নিহতের সংখ্যা আট বলে জানিয়েছিল। খবর বিবিসির।
এদিকে ভারতীয় সেনাবাহিনী এক ব্রিফিংয়ে দাবি করেছে, তাদের কাছে ‘পাকিস্তানে বেসামরিক হতাহতের কোনো খবর নেই’।