পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতীয় সামরিক বাহিনী। পাল্টাপাল্টি হামলার জেরে ভারত ও পাকিস্তানে ফ্লাইট বাতিলের হিড়িক লেগেছে। নিরাপত্তাজনিত কারণে আন্তর্জাতিক ও দেশীয় বিমান সংস্থাগুলো বিমান উড়াতে সাহস পাচ্ছে না। এ ছাড়া সামরিক বিমান উড্ডয়নজনিত কারণেও কিছু ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ।
বুধবার (৭ মে) জানায়, ভারত ও পাকিস্তানে প্রায় ৫৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে একের পর এক পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল হচ্ছে। এতে শিডিউল বিপর্যয়ে পড়েছে বিমান চলাচল।
রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইট রাডার-২৪ এর তথ্য অনুসারে, বিমান হামলার পর থেকে পাকিস্তানে নির্ধারিত সমস্ত বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ এবং ভারতে ৩ শতাংশ বাতিল করা হয়েছে।
ট্র্যাকার অনুসারে, পাকিস্তানে ১৩৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে।
হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় বিপদে পড়েছেন যাত্রীরা। তাদের অনেকেই আগে থেকে না জানায় বিমানবন্দরে এসে ভিড় করেন। জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে রাত থেকে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।
এদিকে ভারত-পাকিস্তান সংঘাতে ঢাকাগামী আন্তর্জাতিক ৩টি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করতে হয়েছে। ভারত-পাকিস্তান আকাশপথ অনিরাপদ বিবেচিত হওয়ায় তার্কিশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজ তাদের বাংলাদেশগামী ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করেছে।
আজ বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, গন্তব্য পরিবর্তন করে তার্কিশ এয়ারলাইন্স টিকে-৭১২/৭১৩ ফ্লাইটটি তুর্কি থেকে ঢাকাগামী এই ফ্লাইটটি পাকিস্তানের আকাশপথ এড়িয়ে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জাজিরা এয়ারওয়েজের ৫৩১/৫৩২) ফ্লাইটটি দুবাইতে ডাইভার্টেড হয় এবং ৫৩৩/৫৩৪ ফ্লাইটটি কুয়েতে ফিরে যায়।
এ ছাড়াও কুয়েত এয়ারওয়েজের জে-৯৫৩৩ ফ্লাইটটি গন্তব্য পরিবর্তন করে।