বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

কেরানীগঞ্জে নির্মাণাধীন ১৯ টি ভবনে রাজউকের অভিযান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ০৭ মে ২০২৫, ১৭:০৯
আপডেট  : ০৭ মে ২০২৫, ১৭:৩৩
কেরানীগঞ্জে নির্মাণাধীন ১৯ টি ভবনে রাজউকের অভিযান
ছবি: যায়যায়দিন

ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ বন্ধে কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে বুধবার (৭ মে) বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকার কেরানীগঞ্জের আটি বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে রাজউকের অনুমোদন ছাড়া এবং অনুমোদিত নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় নির্মাণাধীন ১৯টি ভবনের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ১৯টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ মিটার জব্দ করে এবং তিনটি ভবনের নকশাবহির্ভূত নির্মিত বর্ধিত অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন বলেন, রাজউক চায় সুষ্ঠু সুন্দর বসবাসযোগ্য নগরী গড়তে। সেই লক্ষ্যে নকশা বহির্ভূত সকল নির্মাণাধীন ভবনে রাজউকের অভিযান অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজউকের ৫/২ জোনের অথোরাইজড অফিসার মো. হাসানুজ্জামান (প্রতিকল্প কর্মকর্তা), সহকারী অথোরাইজড অফিসার ইসমাইল হোসেন, সহকারী অথরাইজড অফিসার মো. আশিকুর রহমান তালুকদার ও প্রধান ইমারত পরিদর্শক সুজন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা।

এর আগে গত রবিবার (২৭ এপ্রিল) কেরানীগঞ্জে ঘাটার চর অভিযানে নির্মাণাধীন ২০টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে