বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

মুম্বাইয়ের ১,৫০০ মসজিদের মাইক সরিয়েছে পুলিশ

যাযাদি ডেস্ক
  ০৩ জুলাই ২০২৫, ০৯:২৬
মুম্বাইয়ের ১,৫০০ মসজিদের মাইক সরিয়েছে পুলিশ
মসজিদের মিনার থেকে মাইক খুলে নিচ্ছে ভারতীয় পুলিশের নিয়োগকৃত স্টাফরা

মুম্বাইয়ের ১,৫০০ মসজিদের মাইক সরিয়ে নিয়েছে ভারতের পুলিশ প্রশাসন।

বুধবার (২ জুলাই) কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের রাজ্য সরকারের নির্দেশে মুম্বাই পুলিশ মুম্বাইয়ের প্রায় ১,৫০০ মসজিদ এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে লাউডস্পিকার সরিয়ে নিয়েছে।

মুম্বাই পুলিশ কমিশনার দেবিন ভারতী এই প্রসঙ্গে বলেন, পুলিশ সকল ধর্মের উপাসনালয়ে স্থাপিত লাউডস্পিকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। শহরের ধর্মীয় স্থানগুলোকে লাউডস্পিকার মুক্ত করেছে।

ভারতী নিশ্চিত করেছেন যে, মুম্বাই এবং এর আশেপাশের এলাকা জুড়ে শত শত মসজিদ এবং অন্যান্য উপাসনালয় থেকে লাউডস্পিকার সরিয়ে ফেলা হয়েছে। রাজনৈতিক, সামাজিক এবং সম্প্রদায়ের নেতাদের সাথে বারবার আলোচনার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ কমিশনার স্পষ্ট করে বলেন, যেখানে যেখানে লাউডস্পিকারগুলো নামিয়ে ফেলা হয়েছে সেখানে পুনরায় লাউডস্পিকার যুক্ত করা যাবে না। শুধুমাত্র ধর্মীয় উৎসবের সময়, তাও আবেদন ও শব্দ দূষণ আইন অনুসারে অস্থায়ীভাবে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, উগ্র হিন্দুত্ববাদীদের পাশাপাশি রাজনৈতিকভাবে চাপের মুখে পড়ায় পুলিশ মুম্বাই জুড়ে মসজিদের লাউডস্পিকার খুলে নিচ্ছে বলে অভিযোগ জানিয়েছে স্থানীয় মুসলিমরা।

তবে মুম্বাই পুলিশ দাবী করছে যে, তারা সরকার ও আদালতের নির্দেশনা অনুসরণ করছেন। কোনো উপাসনালয় যেনো শব্দের মাত্রা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন না করতে পারে তা নিশ্চিত করতেও তারা বদ্ধপরিকর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে