বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ট্রাম্পের বিশাল ব্যয় পরিকল্পনার ভয়াবহ আঘাত স্বাস্থ্য সুরক্ষায়, শঙ্কায় কোটি মার্কিন পরিবার

আন্তর্জাতিক ডেস্ক
  ০৩ জুলাই ২০২৫, ০৯:২৬
ট্রাম্পের বিশাল ব্যয় পরিকল্পনার ভয়াবহ আঘাত স্বাস্থ্য সুরক্ষায়, শঙ্কায় কোটি মার্কিন পরিবার
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কর ও ব্যয় বিল, যেটিকে তিনি ‘One Big Beautiful Bill’ বলে অভিহিত করেছেন, তা পাস হলে লাখ লাখ আমেরিকান স্বাস্থ্য সুরক্ষা থেকে বঞ্চিত হতে পারেন।

বিলটিতে আগামী এক দশকে মেডিকেইড কর্মসূচি থেকে প্রায় ১ ট্রিলিয়ন ডলার কমানোর প্রস্তাব রয়েছে। এর ফলে ২০৩৪ সালের মধ্যে প্রায় ১ কোটি ২০ লাখ নাগরিক স্বাস্থ্য বীমা হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মেডিকেইড হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যা দরিদ্র, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চিকিৎসা সহায়তা নিশ্চিত করে। তবে নতুন প্রস্তাবে এ সহায়তা পাওয়ার জন্য কর্মসংস্থান প্রমাণ এবং আরও কঠোর যাচাইকরণ প্রক্রিয়া চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

অনেক প্রাপ্যভোগী ইতিমধ্যেই অভিযোগ করছেন, এসব নিয়মের কারণে তারা ভুলক্রমে তাদের সুবিধা হারাচ্ছেন বা বিলম্বে চিকিৎসা সুবিধা পাচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই বিল কার্যকর হলে দরিদ্র, কৃষ্ণাঙ্গ, গ্রামীণ অঞ্চলবাসী এবং প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতি পর্যবেক্ষণ সংস্থা বলছে, বিলটির কারণে দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ব্যয় কমলেও, তা একটি বৃহৎ মানবিক সংকট সৃষ্টি করতে পারে।

অন্যদিকে, হোয়াইট হাউসের বক্তব্য, এই বিল স্বাস্থ্য খাতে "অসাধারণ সংস্কার" আনবে এবং কর্মক্ষম নাগরিকদের কাজের সুযোগ তৈরি করবে।

কংগ্রেসে এই বিল নিয়ে তীব্র বিতর্ক চলছে এবং এটি অনুমোদনের জন্য রিপাবলিকানদের পূর্ণ সমর্থন প্রয়োজন হবে।

এই বিল ট্রাম্প প্রশাসনের বৃহৎ আর্থিক ও সামাজিক নীতি পুনর্গঠনের একটি অংশ। তবে এর মূল্য চুকাতে হতে পারে দেশটির সবচেয়ে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে। নির্বাচনী বছরে এ ধরনের প্রস্তাব রাজনৈতিক বিতর্ক আরও তীব্র করে তুলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে