জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বুধবার তাঁর ফেসবুক পোস্টে বিশিষ্ট ইসলামিক বক্তা ও স্কলার মিজানুর রহমান আজহারীর নতুন বই ‘এক নজরে কুরআন’ সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য করেছেন। এক ঘণ্টার পাঠ অভিজ্ঞতা শেয়ার করে তিনি লেখেন যে বইটি তরুণ প্রজন্মের চাহিদার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তিনি এটিকে সহজবোধ্য, গল্পের ছলে শেখার মতো এবং বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য উপযোগী বলে উল্লেখ করেন।
সারজিস আলমের মতে ইসলামিক শিক্ষা ও কুরআনের বার্তা নতুন প্রজন্মের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বইটি রচিত হয়েছে। সারজিস আলমের বলেন, প্রতিটি ঘরে এই বই থাকা উচিত এবং অন্তত একবার পাঠ করা উচিত। তিনি বিশেষভাবে তরুণদের জন্য এর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ধর্মীয় গ্রন্থের সারসংক্ষেপ বা সহজ পাঠ্য সংস্করণ তৈরি করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। কুরআনের গভীর অর্থ বোঝার ক্ষেত্রে তরুণদের জন্য সহজবোধ্য ভাষায় লেখা গ্রন্থগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বইটির গ্রহণযোগ্যতা এবং এর প্রভাব নিয়ে ধর্মীয় পণ্ডিত ও শিক্ষাবিদদের মূল্যায়ন আরও প্রয়োজন।
যাযাদি/এস