শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

আজ বিশ্ব ব্যাচেলর দিবস

যাযাদি ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৩, ১৬:০৫
আজ বিশ্ব ব্যাচেলর দিবস

যদি আপনি ব্যাচেলর বা সিঙ্গেল হোন তবে আজকের দিনটি আপনার। আজ ১১ নভেম্বর, ‘ব্যাচেলর দিবস’। ফলে মন খারাপ না করে এই দিনটি উদযাপন করে নিন আপনার মতো করে। কারণ ব্যাচলর থাকাও কিন্তু খারাপ কিছু না।

সিঙ্গেল থাকার কারণে অনেকেই হতাশায় ভোগেন, হুমায়ূন আহমেদের হাবলংগের বাজারে নাটকের বিখ্যাত সংলাপটি মনে আছে নিশ্চয়ই।আবার বর আসবে এখুনি সিনেমায় ভারতীয় অভিনেতা যীশু সেনগুপ্তের ঠোঁটে ‘বাবা, আমার কি বিয়ে হবে না’—গানটিও আমরা অনেকে শুনেছি। একেবারে বিপরীত দৃশ্যপট। একজন বিয়ে করতেই রাজি না। আরেকজন বিয়ে হচ্ছে না বলে হতাশায় ভুগছেন।

ব্যাচলর থাকার বড় সুবিধা হলো নিজের প্রতি মনোনিবেশ করতে পারা। নিজের ক্যারিয়ারে মনোযোগী হওয়ার পাশাপাশি নিজের কাজে পর্যাপ্ত সময় দেওয়া যায়। নিজেকে ভালবাসার পর্যাপ্ত সময় পাওয়া যায় নিজের প্রতি যত্নশীল হওয়া যায়।

১৯৯০ সালে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এই দিনটি চালু হয়। নভেম্বর ইংরেজি বর্ষের ১১তম মাস। ফলে সব মিলিয়ে এতে আছে চারটি এক। তাই মনে করা হয় তারিখটি ৪টি একক ব্যক্তির প্রতিনিধিত্ব করে। অর্থাৎ পাশাপাশি থেকেও যে একা থাকা যায়, ৪টি এক যেন তা-ই বোঝাচ্ছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে