শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

মহৌষধ কালো জিরে! শুধু ব্যবহার করুন ‘এভাবে’

যাযাদি ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৪, ২১:৫৪
ছবি : কালো জিরে

বাঙালি গেরস্তবাড়িতে শুধু ফোড়ন দেওয়া নয়৷ বরং কালোজিরে মশলার আরও অনেক গুণ আছে৷ সব মিলিয়ে, বলা-ই যায়, এই কালো হল রসুইয়ের আলো৷ এর উপকারিতার কথা বলেছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।

লেবুর রসের সঙ্গে কালো জিরের পেস্ট মিশিয়ে নিন৷ ব্রণর দাগ তোলার জন্য এই মিশ্রণ খুব কার্যকর৷ মিক্সিতে গুঁড়ো করে নিন কালো জিরে৷ রোজ সকালে উষ্ণ জল, লেবুর রস, মধুর সঙ্গে মেশান এক চিমটে কালোজিরে গুঁড়ো৷ তার পর খালি পেটে পান করুন ওই মিশ্রণ৷

বাড়তি ওজন কমানোর ক্ষেত্রে এই মিশ্রণ খুবই কার্যকর৷ রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় এই মিশ্রণ নিত্য সেবনে৷ গাঁটের ব্যথা উপশমেও কালো জিরে উপকারী ৷ সর্ষের তেলের সঙ্গে একমুঠো কালো জিরে গরম করে নিন ৷

ধোঁয়া বার হতে শুরু করলে নামিয়ে নিন মিশ্রণটি ৷ তার পর আঙুল ডুবিয়ে দেখে নিন সহনীয় হয়েছে কিনা৷ এর পর মিশ্রণটি দিয়ে মালিশ করুন যন্ত্রণাবিদ্ধ ফোলা গাঁটের অংশে৷

কিডনি স্টোন উপশমের ক্ষেত্রেও কালো জিরে ফলপ্রসূ৷ ঈষদুষ্ণ জলের সঙ্গে হাফ চামচ কালোজিরের তেল, ২ চামচ মধুর সঙ্গে মিশিয়ে রোজ পান করলে কিডনির পক্ষে স্বাস্থ্যকর৷

দাঁত ও মাড়ি ভাল রাখার জন্য টক দইয়ের সঙ্গে কালোজিরে মিশিয়ে তা দিয়ে মালিশ করার টোটকা প্রচলিত অনেক ক্ষেত্রেই৷ ফুটন্ত জলে কালো জিরের তেল বা কালো জিরে দিয়ে সেই ভাপ গ্রহণ করুন ৷ বন্ধ নাক এবং সাইনাসের সমস্যার ক্ষেত্রে এটা ঘরোয়া টোটকার কাজ করে ৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে