শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই-তিন দিনের মধ্যেই ডলার সংকট সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর

যাযাদি ডেস্ক
  ১৯ মে ২০২২, ১৮:০১

আগামী দুই থেকে তিনদিনের মধ্যেই ডলার সংকট সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক বিষয়টির সমাধান করবেন

বৃহস্পতিবার (১৯ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই মার্কিন ডলারের দাম বাড়তে শুরু করে বাংলাদেশে মার্চের শুরুর দিকে খোলাবাজারে এক ডলার যেখানে বিক্রি হয়েছিল ৯০ টাকা দরে, দুই মাসের ব্যবধানে ডলারের সেই দাম শতক ছাড়িয়ে গেছে

আন্তঃব্যাংক খোলা বাজারে ডলারের বিনিময় হারের পার্থক্য এখন অতীতে সব রেকর্ড ছাড়িয়ে গেছে এতে ভোগান্তিতে পড়েছেন বিদেশগামীরা এমন পরিস্থিতিতে দুই-তিন দিনের মধ্যেই ডলার সংকট সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এছাড়া বৈঠকে করোনার ইউক্রেনে যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে চাপ তৈরি করেছে তা মোকাবেলায় অর্থ, বাণিজ্য শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে একসঙ্গে বসে করণীয় ঠিক করার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান

মন্ত্রিসভার বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘একসঙ্গে বসে পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় কী করা যায় তা ঠিক করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আগামী দু-তিনদিনের মধ্যে বসে বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে

এছাড়া বৈঠকে আগামী মাসের শেষ সপ্তাহে পদ্মা সেতু উদ্বোধন করার বিষয়টি নিয়ে আলোচনা হয় আগামী তিন-চার দিনের মধ্যে সেতুর নাম উদ্বোধনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঠিক হবে

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ব্রিজ কর্তৃপক্ষকে খরচের টাকা তুলতে হবে তাই সেতুর টোল নির্ধারণ করা হয়েছে ফেরি খরচের দেড় গুণ হিসাবে পদ্মা সেতু উদ্বোধনে কালারফুল কিছু না করে স্বাভাবিকভাবেই উদ্বোধন হবে, তবে দেশের মানুষ যেনো জানতে পারে এটি উদ্বোধন করা হয়েছে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে