বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ঢাকায় এলেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ২৫ মে ২০২২, ১৩:২৩
ঢাকায় এলেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় এলেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।

মঙ্গলবার (২৪ মে) রাতে তিনি ঢাকায় পৌঁছেন।

বুধবার (২৫ মে) পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন নিকোলা সেলাকোভিচ।

ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) এবং কূটনৈতিক সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত বিষয়ে সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার সকালে সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। একই সঙ্গে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। এছাড়া 'বাংলাদেশ-সার্বিয়া : কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরশীর্ষক এক সেমিনারে যোগ দেবেন নিকোলা সেলাকোভিচ।

বৃহস্পতিবার (২৬ মে) সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন তিনি ঢাকা ছেড়ে যাবেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে