বিএনপি ও সমমনা দলগুলোর দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের যানমালের নিরাপত্তায় সারা দেশে ১৫৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
এদিকে বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাব ফোর্সেসের ১৩০টি টহল টিমসহ সারা দেশে ৪২২টি টহল টিম মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
যাযাদি/ এসএম