শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত

যাযাদি ডেস্ক
  ২৩ এপ্রিল ২০২৪, ১৪:৪৫
বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত

যৌথ অপারেশন পরিচালিত হবার কারণে বান্দরবানের থানচি, রুমা, রুয়াংছড়ি উপজেলা নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নির্বাচনে উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান ইসি সচিব জাহাংগীর আলম।

মো. জাহাংগীর আলম বলেন, বান্দরবানের তিন উপজেলায় পুলিশ, র‌্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনীর অভিযান চলমান। এমন পরিস্থিতিতে গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে।

ইসি সচিব এক প্রশ্নের জবাবে বলেন, এবারের উপজেলা নির্বাচনে অন্যান্যবারের তুলনায় বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

৮ মে প্রথম ধাপে রুমা, থানচি ও রোয়াংছড়িসহ বান্দরবানের সাতটি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৈঠকে কমিশনার আহসান হাবিব খান, আনিছুর রহমান, মো. আলমগীর, রাশেদা সুলতানাও অংশ নেন। এছাড়া নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে