রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
১ কোটি ৩০ লাখ গবাদিপশু কোরবানিতে জোগান দেওয়া হবে

‘কোরবানিতে গরু আমদানি হবে না’

যাযাদি ডেস্ক
  ২৮ এপ্রিল ২০২৪, ১৭:৩৪
‘কোরবানিতে গরু আমদানি হবে না’

কোরবানি ঈদে এবার দেশে এক কোটি ৩০ লাখ গবাদিপশু জোগান নিশ্চিত হবে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। যা গত কোরবানিতে এক কোটি ২৫ লাখ গবাদি পশুর আমদানি ছিল। এবার ৫ লাখ বেশি গবাদিপশুর ব্যবস্থা করা হয়েছে।

আজ রোববার (২৮ এপ্রিল) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মৎস‌্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এ কথা জানান।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আগামী কোরবানি ঈদের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে। গবাদিপশুর কোন ধরনের ঘাটতি নেই। এ বছর কোরবানিতে আমাদের এক কোটি ৩০ লাখের বেশি গবাদিপশুর ব্যবস্থা রাখা হয়েছে।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমরা খামারি আশ্বস্ত করেছি গবাদিপশু আমদানি করার কোনো কারণ নেই। গরু আমদানির কোনো সিদ্ধান্ত আমাদের নেই। আমাদের দেশে খামারি ভাইয়েরা গবাদিপশু উৎপাদিত করেন, আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগেও হয়, সেটিই যথেষ্ট। কোনো অপ্রতুলতা নেই। আমাদের আয়োজন ও ব্যবস্থাপনা সবই ঠিক আছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে