শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে: হাসনাত

যাযাদি ডেস্ক
  ০৯ মে ২০২৫, ২০:৩২
শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে: হাসনাত
হাসনাত আব্দুল্লাহ। ছবি-সংগৃহীত

শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। আজ শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ কথা লেখেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘যে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিলো, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে। শুধু সময়ের অপেক্ষা। আমাদের জুলাইয়ের সকল শক্তির ঐক্যবদ্ধ লড়াই চলবে।’

উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। সেখানে হাজার হাজার ছাত্র-জনতা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত শাহবাগ মোড় না ছাড়ার ঘোষণা দিয়েছে ছাত্র-জনতা।

আজ বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমাবেশ থেকে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ।এরপর হাজার হাজার জনতা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এরপর থেকে শাহবাগ মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে, আজ দুপুর পৌনে ৩টার পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশটি শুরু হয়। সমাবেশে এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে দেখা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে এনসিপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। আজ সকাল সাড়ে ৯টার দিকেও এনসিপির নেতাকর্মীদের যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ শুক্রবার বাদ জুমা মিন্টু রোডের পানির ফোয়ারার সামনে বড় জমায়েতের ঘোষণা দিয়েছিলেন। যমুনার পাশে চলমান বিক্ষোভ কর্মসূচিতে তিনি দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন তিনি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে