‘নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা’-এই প্রত্যয়েশনিবার জেলা প্রশাসনের উদ্যোগে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচির অংশ হিসেবে জেলার ১৪টি নির্ধারিত স্থানে একযোগে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়, যা পরিবেশ সংরক্ষণ ও নগরায়নের ভারসাম্য রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত।
জেলা প্রশাসকের নির্দেশে প্রতিটি স্পটে একজন করে সিনিয়র সহকারী কমিশনার দায়িত্ব পালন করেন এবং কর্মসূচির সার্বিক তদারকি করেন। জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর শূরা সদস্য মাওলানা মো. মঈনুদ্দিন আহমদ, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন, গণঅধিকার পরিষদের ইঞ্জিনিয়ার মো. নাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিরব রায়হান ও মোহাম্মদ জাবেদ আলম প্রমুখ।
বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়, যা নগরবাসীর মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বকুল গাছ রোপণ এবং বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
আলোচনা সভায় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জেলা প্রশাসনের পরিবেশবান্ধব এ উদ্যোগের প্রশংসা করেন এবং একে সময়োপযোগী ও সুদূরপ্রসারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। তিনি নারায়ণগঞ্জবাসীকে নদী ও পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে তিনি কেন্দ্রীয় ঈদগাহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, পানাম নগর ও সার্কিট হাউজ চত্বরে নির্মিত নতুন ফোয়ারা উদ্বোধন করেন। দিনব্যাপী কর্মসূচির শেষে তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সারাদেশে মানবিক জেলা প্রশাসক হিসেবে পরিচিত জাহিদুল ইসলামের এই ব্যতিক্রমী উদ্যোগ নারায়ণগঞ্জকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে রূপান্তরের পথ প্রশস্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা।
যাযাদি/ এসএম