মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

গাজীপুরে চাঁদা দাবি: ছাত্রদল ও যুবদল নেতাসহ আটক ১০

গাজীপুর প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ০৯:৫৫
গাজীপুরে চাঁদা দাবি: ছাত্রদল ও যুবদল নেতাসহ আটক ১০
ছবি : যায়যায়দিন

গাজীপুরে সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপক সোহেল রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে ১০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

আটককৃতদের মধ্যে গাজীপুর মহানগর যুবদল এবং ছাত্রদলের দুই সদস্য রয়েছে। রবিবার (১১ মে) দুপুরে মহানগীর পোড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদিন সন্ধ্যায় তাদেরকে জিএমপির সদর থানায় হস্তান্তর করে।

সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী (মাষ্টারবাড়ী) হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে অফিস ভাড়া নিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছে।

এদিকে, মহানগর যুবদলের সাধারন সম্পাদক এবং মহানগর ছাত্রদলের সভাপতি বলছেন পুরো ঘটনাটি ষড়যন্ত্র এবং ভুল বুঝাবুঝি হয়েছে।

প্রকৃত ঘটনা হলো ওই প্রতিষ্ঠানেরই এক কর্মীর কাছে ব্যবস্থাপক টাকা পাইতো।

সেই টাকার বিষয়ে মূলত তারা মীমাংসায় বসছিলো। চাঁদা দাবি এবং হত্যার হুমকির অভিযোগ সঠিক নয়। আটককৃতরা চক্রান্তের শিকার।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি রাত ১১ টায় আরো বলেন, ব্যবস্থাপক সোহেল রানার কাছে তার প্রতিষ্ঠানের একজন মাঠকর্মী সাম্যর কাছে সে ১০ লাখ টাকা পাওনা ছিল। এই ১০ লাখ টাকার বিষয়ে আজকে তারা মীমাংসায় বসলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এখনো পর্যন্ত (রাত ১১টা) বাদী এ বিষয়ে কোনো আভিযোগ দেয়নি, আভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নিবে।

আটককৃতরা হলেন, গাজীপুর মহনগর ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সদর উপজেলার ভাওয়াল গাজীপুর এলাকার বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও দক্ষিন সালনা এলাকার ইসমাইল হোসেন (৪০), মহানগর যুবদলের সদস্য ভাওরাইদ এলাকার মকবুল হোসেন (৪৩), দক্ষিন সালনা এলাকার কবির হোসেন (৩২), ভোলা সদরের ইলিসা গ্রামের জাহাঙ্গীর (৪০), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেওলি গ্রামের শফিকুল ইসলাম (৩৬), ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন (৩০), রংপুরের কোতয়ালী থানার শাহিন ভূইয়া (৩৭), ভোলার বাগার হাওলা গ্রামের পলাশ হাওলাদার (৩১) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার খিয়ারপাড়া গ্রামের রেজাউল করিম (৪২)।

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হোসেন জানান, মহানগরীর পোড়াবাড়ী মাষ্টারবাড়ী এলাকায় সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অফিস রয়েছে।

ওই সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানা’র কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আটককৃতরা।

চাঁদা দিতে অস্বীকার করায় তাকে হত্যার হুমকি দেয়। ব্যবস্থাপক বিষয়টি যৌথ বাহিনীর কাছে অভিযোগে জানায়।

যৌথ বাহিনী ওই অভিযোগের ভিত্তিতে পোড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন এবং মহানগর যুবদলের সদস্য মকবুল হোসেনসহ ১০ জনকে দুপুরে আটক করে।

পরে সন্ধ্যায় তাদেরকে জিএমপির সদর থানায় হস্তান্তর করে।

গাজীপুর মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সাংবাদিকেদর বলেন, ওই সমিতির মালিকের কাছে ঢাকার বিএনপির এক নেতার আত্মীয় টাকা পাবেন।

সমিতির মালিক দেই দিচ্ছি বলে টাকা দিচ্ছেন না। বিষয়টি নিয়ে পোড়াবাড়ি এলাকায় একটি অফিসে মীমাংসায় বসছিল।

ওই সমিতির মালিক ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে ফোন করে তাদের ধরিয়ে দিয়েছে। তাদের কাছে কেউ চাঁদা দাবি করতে যায়নি।

মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান সাংবাদিকদের বলেন, ঘটনাটি সম্পূর্ণ ভুল বুঝাবুঝি হয়েছে।

তারা কেউ চাঁদাবাজি করতে যায়নি। আটককৃতরা চক্রান্তের শিকার। ওই প্রতিষ্ঠানে একে অপরের কাছে টাকা পাওনার বিষয়ে মীমাংসা করতে গিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে