শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

কালক্ষেপন না করে দ্রুততম সময়ের মধ্যে আলোচনায় বসে পল্লী বিদ্যুতের দাবি মানার আহ্বান জামায়াতের

যাযাদি ডেস্ক
  ২৭ মে ২০২৫, ২০:৫০
কালক্ষেপন না করে দ্রুততম সময়ের মধ্যে আলোচনায় বসে পল্লী বিদ্যুতের দাবি মানার আহ্বান জামায়াতের
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের দাবীগুলোকেঅযৌক্তিক বলার সুযোগ নাই। নতুন বাংলাদেশে কোন বৈষম্য চলতে পারেনা। তিনি অবিলম্বে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার ( ২৭ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের সঙ্গে সংহতি জানিয়ে তিনি বলেন, তারা রাস্তা বন্ধ করছেনা, জনদূর্ভোগও সৃষ্টি করছেনা। তারা বিদ্যুৎ সেবা চালু রেখে এবং জনভোগান্তি সৃষ্টি না করে নিয়মতান্ত্রিক আন্দোলন করে প্রমান করেছে তারা দেশ প্রেমিক। কোন ষড়যন্ত্রের তকমা দিয়ে তাদের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করা যাবেনা।

1

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার অধ্যাপক মুহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়ে হামিদুর রহমান আজাদ বলেন, জাতির অভিবাবক হিসেবে পল্লী বিদ্যুতের সমস্যা সমাধান করুণ। সময় ক্ষেপন না করে কার্যকর উদ্যোগ নিন। যেন তারা দ্রুত দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারে।

আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারী জেনারেল মাওলানা জালাল আহমেদ বলেন, যাদেরকে বিনা কারনে চাকরিচ্যুত করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে চাকরি গেলেও আফসোস থাকতো না কিন্তু জুলাই অভ্যুত্থানের পরেও যদি এভাবে অন্যায়ের শিকার হয়, এই বৈষম্য মেনে নেওয়া যায়না। পল্লী বিদ্যুত সমিতির সাত দফা দাবির সঙ্গে একাত্নতা প্রকাশ করেন তিনি।

আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিনের আমির নুরুল ইসলাম বুলবুল। বলেন, এই আন্দোলনে কারা দোসর? যারা কর্মীদের কথা না শুনে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছেন, তারাই স্বৈরাচারের দোসর। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।

তিনি বলেন, অবিলম্বে দুই পক্ষ একত্রে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। তাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। যৌক্তিক দাবি আদায়ে আবার যদি রাজপথ গরম করতে হয় তাহলে ফ্যাসিবাকেই সহযোগিতা করা হবে। তাই কালক্ষেপন না করে দ্রুততম সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করুন।

এছাড়াও আন্দোলনে সংহতি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল কামাল হোসেন, এনসিপি,জুলাই ঐক্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠনের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে