বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

আফতাবনগরে নির্মাণ সামগ্রী ফেলে বায়ুদূষণ: মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

বিশেষ প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৫, ২৩:০৪
আফতাবনগরে নির্মাণ সামগ্রী ফেলে বায়ুদূষণ: মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের জরিমানা
আজ ০২ জুলাই ২০২৫ তারিখে ঢাকা মহানগরের আফতাবনগর এলাকার বি-ব্লকে নির্মাণ সামগ্রী উন্মুক্তভাবে রাস্তায় ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর অভিযোগে পরিবেশ মন্ত্রণালয় মোবাইল কোর্ট পরিচালনা করে।

আজ ০২ জুলাই ২০২৫ তারিখে ঢাকা মহানগরের আফতাবনগর এলাকার বি-ব্লকে নির্মাণ সামগ্রী উন্মুক্তভাবে রাস্তায় ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর অভিযোগে পরিবেশ মন্ত্রণালয় মোবাইল কোর্ট পরিচালনা করে।

মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ জেসমিন নাহার। মামলার প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মোঃ মনিরউদ্দিন আহাম্মদ।

“বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২”-এর বিধি ১১(ঙ) লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে মোবাইল কোর্ট তিনটি প্রতিষ্ঠানের তিনজনকে মোট ১৫,০০০ হাজার) টাকা জরিমানা করে তা আদায় করে।

এছাড়াও ভবিষ্যতে পরিবেশ দূষণ না ঘটানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পরিবেশ অধিদপ্তর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে