রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ইতিহাস বিকৃতি ঢেকে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : তথ্যমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ২৬ মার্চ ২০২৩, ১১:৫৮
আপডেট  : ২৬ মার্চ ২০২৩, ১২:১৫
ইতিহাস বিকৃতি ঢেকে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইতিহাস বিকৃতি ঢেকে যাওয়ায় বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রথম সরকার যে সরকার মুজিবনগরে শপথ গ্রহণ করেছিল, সেই সরকারের অধীনে জিয়াউর রহমান একজন চাকুরে ছিলেন। সেই সরকারের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিল। তারা ইতিহাস বিকৃতি করেছিল ২১ বছর ধরে। সেই ইতিহাস বিকৃতি যখন ঢেকে গেছে, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন আবোল-তাবোল বলা শুরু করেছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে