দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রচারণা এবং ছাত্রলীগের কর্মী সংগ্রহে নেমেছে গফরগাঁও উপজেলা ছাত্রলীগ । বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সানিল ও সাধারন সম্পাদক শরিফুল ইসলাম মন্ডলের নেতৃত্বে লিফলেট বিতরণ ও ছাত্রলীগের সদস্য সংগ্রহ করা হয়েছে ।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সানিল ও সাধারন সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল যায়যায়দিনকে জানায়, বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড। এই সংগঠনে হাজার হাজার নেতাকর্মী সৃষ্টি করতে হবে এ জন্য উপজেলার প্রতিটি ইউনিয়ন,ওয়ার্ড , গ্রাম ও পাড়ায় পাড়ায় আমাদের এ কাজ অব্যহত থাকবে । তাছাড়া বর্তমান সরকারের উন্নয়নের দ্বারা অব্যহত রাখতে আমাদের গফরগাঁওয়ের রাজনৈতিক প্রবাদ পুরুষ প্রয়াত আলতাফ হোসেন গোলন্দাজের সুযোগ্য উত্তরসূরি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আস্থাভাজন গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি’র পক্ষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে সরকারের উন্নয়ন প্রচার করছি ।
যাযাদি/ এস