রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

গ্যারান্টি দিয়ে বলতে পারি নৌকার মনোনয়ন আমি পাব: শিল্পপতি টুলু

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৭
গ্যারান্টি দিয়ে বলতে পারি নৌকার মনোনয়ন আমি পাব: শিল্পপতি টুলু
গ্যারান্টি দিয়ে বলতে পারি নৌকার মনোনয়ন আমি পাব: শিল্পপতি টুলু

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেছেন, আল্লায় যদি ভাগ্যে রাখে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি নৌকা প্রতীকের মনোনয়ন চাইব। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নৌকা প্রতীকের মনোনয়ন পাব। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম শাহাদাৎ আলী খান উচ্চবিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেওয়ান জাহিদ আহমেদ টুলু আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব ক্রাইসিস মুহূর্ত পার করছে। এই ক্রাইসিস মুহূর্তে আওয়ামী লীগ সরকার যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই হিসেবে ৫ম বারের মত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার মাত্র। কথায় নয় কাজের মাধ্যমে দেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের রাজনতি নিয়ে টুলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভালোবেসে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বানিয়েছেন। আমি বিশ বছর ধরে মানুষের সেবা করে যাচ্ছি। মানুষের পাশে সবসময় থেকেছি। আমি চাই সিঙ্গাইরে উন্নয়ন হোক। আমার চেয়ে যদি কেউ ভালো কাজ করে, তাহলে অবশ্যই আমি তাকে সমর্থন করবো। কিন্তু আমার অনুরোধ সিঙ্গাইরের ক্ষতি আর করা যাবে না। আমরা সিঙ্গাইরে মামা-ভাগিনার প্রাইভেট লিমিটেড আওয়ামী লীগ আর চাই না। আমরা চাই সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠা করতে চান। যারা জনগণের দুঃখ কষ্টে পাশে থাকবে, সিঙ্গাইরে সেই রকম আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চাই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান কমিটি কেউ ভাঙ্গতে পারবে না। ভয় দেখিয়ে কোন লাভ নেই। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তার পাশে থাকার আহবান জানান তিনি।

চারিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম খাঁন বরশাত-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সায়েদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু ও দেওয়ান রিপন হোসেন।

চারিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ও ইউপি সদস্য নাইমুর রহমান রজ্জবের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবলীগ সভাপতি মো. তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র মো. সমেজউদ্দিন, কাউন্সিলর মো.শামছুল ইসলাম, কামাল হোসেন, পৌর আওয়ামী লীগের সদস্য শেখ মাসুদ, ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো.ফয়জুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদুর রহমান সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও দপ্তর সম্পাদক দেওয়ান কামাল হোসেনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমাজের নানা শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এদিন রাত ৯ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আরো একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, এক্সিস নীটওয়ার্স ও এক্সিস নিটিং এন্ড প্রিন্টিং লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। তার বাড়ি সিঙ্গাইর উপজেলার বাইমাইল গ্রামে। তিনি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে নৌকার মনোয়ন প্রত্যাশি। তার স্বপ্ন হানাহানি, ঘুষ-দুর্ণীতি ও মাদকমুক্ত সুখী-সুন্দর সমাজ গড়ার। এই লক্ষ্যে দীর্ঘদিন ধরে তিনি দক্ষিন মানিকগঞ্জ তথা পুরো জেলার শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে দান-অনুদান এবং সমাজের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে