দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবাদুল মঈন খান বলেন, এ দেশের মালিক হচ্ছে জনগণ। তাই জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করলে সরকারের কোন লজ্জা নেই।
শুক্রবার ঢাকা দক্ষিণ বিএনপির সমাবেশে তিনি একথা বলেন। যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি একসময়ে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা, ওয়ার্ড ছাড়াও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে শোডাউন করেন এদিন। ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতি আর মিছিলের বহর ছিলো চোখে পড়ার মতো।
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ১৫ বছরে ঢাকাসহ সারাদেশে লাখ লাখ নেতাকর্মীদের জেলে নিয়েছেন, অবিচার অনাচার করেছেন। অনেক কস্ট সহ্য করেছি। এই জুলুম আর সইতে পারবো না। সামনে বিএনপির এমন আন্দোলন কর্মসূচি আসবে যাতে এই অবৈধ আওয়ামী লীগ সরকারের ক্ষমতা তছনছ হয়ে যাবে।
ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীসহ আরো অনেকে।
যাযাদি/ এসএম