পটুয়াখালী ১ আসন (সদর,দুমকি,মির্জাগঞ্জ উপজেলা) থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এর মনোনয়ন স্থগিত করেছে পটুয়াখালী জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।
বাছাই অনুষ্ঠানে উপস্থিত সহকারী কর কমিশনার মোঃ মাসুদ রানা জানান, কর অঞ্চল ঢাকা ৮ সার্কেল ১৬০ এ রুহুল আমিন হাওলাদারের ৮৮৬৯৮১১ টাকা কর বকেয়া রয়েছে মর্মে অভিযোগ উত্থাপন করলে
জেলা রিটানিং কর্মকর্তা মনোনয়ন পত্র স্থগিতের সিদ্ধান্ত জানান।
বাছাই অনুষ্ঠানে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে তারা আগামীকাল সোমবার বিকেল ৪ টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তাদের বিষয় চূড়ায় সিদ্ধান্ত নেয়া হবে।
অপরদিকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের কাগজপত্র সঠিক না থাকায় মহিউদ্দিন মামুনের মনোনয়ন পত্র স্থগিত করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন পত্র বাতিল করায় তার মনোনয়ন বাতিল হয়েছিল।
তবে ১০ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী ১ আসন থেকে তিনি সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।
যাযাদি/ এস