বিতর্কিত কোন ব্যবসায়ীর কাছ থেকে কোন ধরনের আর্থিক সহয়তা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে দলের ত্রাণ ও পূনর্বাসন তহবিলে দেওয়া বনানীর ব্যবসায়ী আরাফাতুর রহমান আপেলের ১০ লাখ টাকা ফেরৎ দেওয়া হয়েছে।
ত্রাণ ও পূনর্বাসন কমিটির সদস্য সচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যনী স্বাক্ষরিত আপেলকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, আপনার সামাজিক সংশ্লিস্টতা সম্পর্কে অজ্ঞতাবশত টাকাটা গ্রহন করা হয়েছিল। যা ত্রাণ সংগ্রহের নীতিমালা পরিপন্থি। এজন্য ত্রাণ ও পূনর্বাসন কমিটি আপনার ১০ লক্ষ টাকা ফেরত দিচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত স্বৈরাচার সরকারের আমলে বিতর্কিত পুলিশ অফিসার বেনজির আহমেদের সঙ্গে সখ্যতা রেখে আপেল বিপুল সম্পদের মালিক হন।
এখন পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির ত্রাণ তহবিলে ১০ লাখ টাকা প্রদান করে আপেল। বিষয়টি জানতে পেরে আপেলের টাকা ফেরত দেয় বিএনপি।