বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দুই গ্রুপের সংঘর্ষে ঘিওরে ছাত্রদল নেতাকে হত্যা : আহত ৬

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ০৯ ডিসেম্বর ২০২৪, ২২:১৭
দুই গ্রুপের সংঘর্ষে ঘিওরে ছাত্রদল নেতাকে হত্যা : আহত ৬
ফাইল ছবি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ঘিওর উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক মো: লাভলু আহম্মেদ (৪০ কে কুপিয়ে হত্যা করেছে । অপর ৬ জন গুরুতর আহত হয়েছে।

নিহত লাভলু আহমেদ উপজেলার কুস্তাগ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ২ টায় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র এলাকায় এ হত্যাকান্ড ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত মোতালেব হোসেন(৪২),হিমেল মিয়া (২৫),সোহাগ (২৬),তামিম(২৪),সেলিম (২৮)কে মানিকগঞ্জ ও ঘিওর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘিওর উপজেলার ছাত্রদলের যুগ্ম সম্পাদক সম্পাদক মেহেদী হাসান সানি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্তরা ছাত্রদল নেতার ওপর হামলা চালান। আহত নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান লাভলু আহমেদ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে লাভলুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এবিষয়ে ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক লাভলু কুপিয়ে জখম করলে হাসপাতালে মারা যায়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে