"তারেক রহমানের সৈনিকেরা দখলদার-চাঁদাবাজ হতে পারে না" বলে মন্তব্য করেছেন- শরীয়তপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশি যুবদলের কেন্দ্রীয় নেতা রোকনুজ্জামান বাবু তালুকদার। বৃহস্পতিবার (১-মে) বিকেলে শ্রমিক দিবস উপলক্ষে জাজিরা টিএন্ডটি মোড়ে এক বর্নাঢ্য র্যালি শেষে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, জাজিরা-শরীয়তপুরে কেউ চাঁদাবাজি কিংবা দখলদারিত্ব চালানোর চেষ্টা করলে (বিএনপি নেতা) মিয়া নুর-উদ্দিন অপুর নেতৃত্বে তাদের প্রতিহত করা হবে। পাশাপাশি জুলাই অভ্যুত্থান একদিন কিংবা একমাসে নয় বিএনপির বহু নেতা-কর্মীর দীর্ঘদিনের আত্মত্যাগের অসল বলে তিনি মন্তব্য করেন।
জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে টিএন্ডটি মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য শেষে মে-দিবসের এই আয়োজন শেষ হয়।
এসময় শরীয়তপুর-১ (জাজিরা-পালং) আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় যুবদল নেতা রোকনুজ্জামান বাবু তালুকদারের পাশাপাশি উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা শাখা যুবদলের সাবেক আহ্বায়ক আলমগীর চৈাকিদার ও বিএনপির সাবেক মেয়র প্রার্থী জাজিরা উপজেলা যুবদল নেতা মাজহারুল ইসলাম রনি মুন্সিসহ উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সঅংগঠনের নেতা-কর্মীরা।