শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত, আহত ১

শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি
  ০১ মে ২০২৫, ১৯:১৪
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত, আহত ১
ছবি: যায়যায়দিন

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর-লাঙলবাঁধ সড়কের গয়েশপুর স্ট্যান্ড নামক স্থানে বৃহস্পতিবার (১ মে) সকালে মোটরসাইকেল ও নসিমন গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ও গয়েশপুর ইউনিয়নের চতুড়িয়া ওয়ার্ড বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক তছলিম মোল্লা (৫৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং নসিমন চালক মনিরুল ইসলাম (৪৫) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নিহত তছলিম মোল্লা উপজেলার চতুরিয়া গ্রামের ইবাদত মোল্লার ছেলে এবং আহত নছিমন চালক মনিরুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের শাহিন গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার (১ মে ) সকাল ৯’টার দিকে নিহত তছলিম মোল্লা বিশেষ প্রয়োজনে নিজবাড়ি থেকে মোটরসাইকেলযোগে গয়েশপুর স্ট্যান্ডে যাওয়ার পথে শ্রীপুর-লাঙলবাঁধ সড়কের গয়েশপুর স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে ধেয়ে আসা চাউল বোঝায় একটি দ্রæতগামী নছিমন গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী পাকা সড়কের উপর ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং ওখানেই তার মৃত্যু ঘটে।

অপরদিকে নসিমনটি উল্টে সড়কের পাশে পড়ে গিয়ে নসিমন চালক মারাত্বক আহত হয়। আহত নসিমন চালক মনিরুল ইসলাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশটি উদ্ধার করেন এবং নছিমন চালককে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। বিএনপি নেতা তছলিম মোল্লার আকস্মিক মৃত্যুতে জেলা ও উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন দাবিদাবা ও অভিযোগ না থাকায় মরদেহটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট গয়পশপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ও প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন জানান, তছলিম মোল্লার মৃত্যুটি খুবই দুঃখজনক।

তার মৃত্যুতে এলাকাবাসী সবাই শোকাহত। তিনি একজন সামাজিক সাংস্কৃতিক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক ছিলেন। তিনি সাইকেল চালিয়ে ও ফুটবল নিয়ে বিভিন্ন ধরণের খেলা দেখিয়ে মানুষকে অনেক আনন্দ দিতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে