তাড়াইলে অপরেশনে ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি জাকির হোসেন ইমনকে গ্রেফতার করেছে তাড়াইল থানার পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তাড়াইল সাচাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত আসামী জাকির হোসেন ইমন সাচাইল গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। মৃত ইদ্রিস মিয়া তাড়াইল সাচাইলের বাসিন্দা না। তিনি বিয়ের পর হইতে শ্বশুড় বাড়িতেই থাকতেন। জাকির হোসেন ইমন ছোট বেলা থেকেই মামার বাড়িতে উঠেন। ইমনের এক মামা সাইদুর রহমান তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছোট মামা দেলোয়ার হোসেন ফুল মিয়া তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাছাড়াও তার আরেক মামা রংগু মিয়া তাড়াইল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা কালীন সভাপতি ছিলেন।
জুলাই বিপ্লব পর জাকির হোসেন ইমন নিষিদ্ধ সংঘটন ছাত্রলীগের হয়ে ফেইসবুকে বিভিন্ন অপপ্রচার চালাত। সম্প্রতি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি পুত্র ফখরুল আলম মুক্তাকে নিয়ে ফেইসবুকে একটি ছবি স্টরি দেয় ভাইয়ের সাথে শিরোনামে যা পুলিশের দৃষ্টিগোচর হয়। তাছাড়াও তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজের বৈষম্য বিরোধী ছাত্রগণ দ্বারা অংকিত দেওয়াল চিত্র বিকৃতি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, গত রাতে তাড়াইল সাচাইল এলাকা হতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক জাকির হোসেন ইমন তাড়াইল উপজেলা শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি।
রাত্রেই তাকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, এ পর্যন্ত তাড়াইল উপজেলায় থেকে ডেভিল হান্টে অভিযান চালিয়ে তাড়াইল থানা আইনশৃঙ্খলা বাহিনী, আটজনকে গ্রেফতার করে জেলহাতে প্রেরণ করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।