খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারধর করেছে প্রতিপক্ষ গ্রুপের নারী কর্মীরা।
শুক্রবার (২ মে) বিকেলে নগরীর কেডি ঘোষ রোডে এ ঘটনা ঘটে। হামলাকারীরা খুলনা মহানগর মহিলা দলের নেত্রী আজিজা খানম এলিজার অনুসারী বলে তিনি অভিযোগ করেছেন।
আরিফা আশরাফি চুমকি অভিযোগ করে বলেন, শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে মহানগর কমিটির প্রস্তুতি সভা ছিল। সভার একপর্যায়ে তিনি কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছিলেন।
এ সময় আজিজা খানম এলিজার অনুসারী হিসেবে পরিচিত শারমিন, মুন্নী জামান, পুতুল, কাঁকলী, মদিনা, রেশমি ও সালমা তাকে ধাওয়া করেন এবং কার্যালয়ের সামনে রাস্তার ওপর ফেলে মারপিট করেন।
বিষয়টি তিনি মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীদের জানিয়েছেন।
তবে মহানগর মহিলা দলের নেত্রী আজিজা খানম এলিজা বলেন, দলীয় কার্যালয়ে কিছু হয়নি। কি হয়েছে, তা-ও আমি জানি না। শুনেছি, চুমকি অন্যদের গালাগাল করেছিল, তারা কিছু একটা করেছে।
এ ব্যাপারে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, আমরা আরিফা আশরাফি চুমকির অভিযোগ পেয়েছি। মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত করা হচ্ছে