রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিলেন নুরুল হক

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ১১:০৭
আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিলেন নুরুল হক
ছবি: যায়যায়দিন

সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও সাবেক বিশ্বনাথ ইউপি সদস্য নুরুল হক নিজ দল থেকে পদত্যাগ করেছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বনাথ মডেল প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এমন তথ্য দেন তিনি। তিনি উপজেলার জানাইয়া গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র।

নুরুল হক জানান, শনিবার দুপুরে স্ব-শরীরে উপস্থিত থেকে বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আহমদ বরাবরে লিখিতভাবে পদত্যাগ পত্র দিয়েছেন।

লিখিত বক্তব্যে নুরুলহক আরো বলেন, ১৯৯৫ইং সাল থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদকের দায়ীত্বে নিযুক্ত ছিলেন।

তিনি জানান, পারিবারিক নানা সমস্যার কারণে আওয়ামীলীগ দলীয় পদ-পদবী থেকে তিনি অব্যাহতিসহ সকল প্রকার রাজনীতি থেকে ইতি নিলেন। তাই দলীয় কার্যক্রমের জন্য তার সঙ্গে যোগাযোগ না করার জন্য তিনি আহ্বান জানান।

পদত্যাগের সত্যতা জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ বলেন, শনিবার দুপুরে তার পদত্যাগ পেয়েছেন। আওয়ামী লীগের এখন দুর্দিন চলছে। তবে যে কেউ পদত্যাগ করতেই পারে, এটা তার অধিকার।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে