শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জুলাই ঐক্যের

যাযাদি ডেস্ক
  ২৩ মে ২০২৫, ১১:২১
উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জুলাই ঐক্যের
বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে জুলাইক ঐক্য

ভারতীয় দোসরদের অপসারণসহ উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই ঐক্য।

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

1

এ সময় উপদেষ্টা আসিফ নজরুল ও আলী ইমাম মজুমদারকে অপসারণ করে উপদেষ্টা পরিষদ সংস্কারের দাবি জানায় জুলাই ঐক্য।

তারা বলেন, জুলাই আন্দোলনের সকল শক্তিকে বিনষ্ট করতে যেসব ভারতীয় এজেন্ট কাজ করছে, তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

সব জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদ দূর করতে হবে।

প্লাটফর্মের সংগঠকদের দাবি, অবিলম্বে জুলাই প্রোক্লেমেশন (ঘোষণাপত্র) ঘোষণা করে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।

জুলাই স্পিরিট ধরে রেখে নতুন বাংলাদেশ গড়তে সকল ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক ও সমাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্ববান জানায় জুলাই ঐক্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে