শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সাতকানিয়ায় নির্বাচনের দাবিতে বিএনপির মশাল মিছিল

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৩ মে ২০২৫, ২১:০৬
সাতকানিয়ায় নির্বাচনের দাবিতে বিএনপির মশাল মিছিল
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের সাতকানিয়ায় ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে মশাল মিছিল করেছে বিএনপি'র নেতাকর্মীরা। শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৭টার দিকে সাতকানিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট এলাকায় সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি'র উদ্যোগে এ মশাল মিছিলের আয়োজন করা হয়।

এ মশাল মিছিলে নেতৃত্বে ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান।

1

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি রফিকুল আলম, সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদুল আলম ফরিদ, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সাতকানিয়া পৌরসভা বিএনপি নেতা এরশাদ চৌধুরী তসলিম, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ শফি, সাতকানিয়া উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আহমেদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি অনতিবিলম্বে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম। বিএনপি'র সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের রোডম্যাপ আদায় করে নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে