বরিশাল বাকেরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন শক্তিশালী ও গলতান্ত্রিক উপায় ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে দলটির নেতারা,।
বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের নির্দেশনায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে গণসংযোগ ও কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে ।
শুক্রবার (২৩ মে) উপজেলার কৃষ্ণকাঠীতে অনুষ্ঠিত হয়েছে দলের পক্ষ থেকে গণসংযোগ ও বিকেল ৪টায় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মী সমাবেশ।
জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত কর্মী সভায় ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পলাশ খলিফার সঞ্চালনায় ও সভাপতি সামিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু।সাবেক ছাত্রনেতা ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য রুহুল আমিন জোমাদ্দার ও বিএনপি নেতা অহিদুল ইসলাম সিকদার স্বপন। উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। পাদ্রী শিবপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক আমির হোসেন দুলাল। ০৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আঃ ছালাম হাওলাদার, পাঁচ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মাসুদ খান ও আনিসুর রহমান চুন্নু, সহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন আমরা এই উপমহাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দলের কর্মী , যে দলের প্রতিষ্ঠাতা ছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের প্রাণের মানুষ। যে নেতার কারনে আমরা পেয়েছি গনতান্ত্রিক স্বাধীন সার্বভৌম দেশ তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করবো।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। প্রধান অতিথি নাসির উদ্দিন জোমাদ্দার ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত গনতান্ত্রিক উপায় দলকে ঢেলে সাজাতে আন্তরিক ভাবে ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান।