শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীর মালিবাগে ট্রেন দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমি‌টি

যাযাদি ডেস্ক
  ২৩ মার্চ ২০২৩, ১০:৩৯
ছবি-যাযাদি

বুধবার রাত ৯টা ১০ মিনিটে মালিবাগ রেলগেটে ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনটি সোহাগ পরিবহনের একটি এসি বাসে ধাক্কা দেয়। এতে বাসের চালক ও তার সহকারী আহত হয়েছেন। মতিঝিল ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোল্লা তবিবুর রহমান বলেন, ঘটনার সময় বাসটিতে দুজন যাত্রী ছিলেন। তারা আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের মাথা ফেটে গেছে।

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের এক‌টি বা‌সে ট্রেনের ধাক্কা দেয়ার ঘটনায় রেলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার রাতে এই কমি‌টি গঠন করা হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক হলেন- রেলের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল ইসলাম। এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- সহকারী প্রকৌশলী (ঢাকা-১) আনোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট সহকারী সংকেত প্রকৌশলী (ঢাকা-১) আশিকুর রহমান, রেলের সরকারি কমান্ড অন ফিরোজ আলম ও সরকারি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ এজহারুল ইসলাম।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে