বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ

বিনোদন ডেস্ক
  ১৩ মে ২০২৫, ১১:০১
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ
ফাইল ছবি

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব।

এবারের ৭৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ ১৩ মে ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। জমকালো এই আয়োজন চলবে আগামী ২৫ মে পর্যন্ত। এরই মধ্যে বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে।

1

সেখানে ঘটবে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা। আজকের উদ্বোধনী আসরে সম্মানজনক পাম দ’র পুরস্কার প্রদান করা হবে অভিনেতা রবার্ট ডি নিরোকে।

এই সম্মাননা গ্রহণ করতে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে হাজির থাকবেন তিনি।উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আমেলি বোনাঁর ‘লিভ ওয়ান ডে’। এটি নির্মাতার প্রথম ছবি।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে