মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
walton

সদরপুরে লড়ী ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  ১০ জুন ২০২৩, ১১:৩৬
আপডেট  : ১০ জুন ২০২৩, ১১:৩৭

ফরিদপুরের সদরপুরের কাটাখালী এলাকায় লড়ী ও ইজিবাইক(অটো) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষে লড়ীর চালকের মাথার খুলি দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হানিফ মাতুব্বর(৩৫)। সে ঢেউখালী ইউনিয়নের বাবুরচর কাচারী ডাঙ্গী গ্রামের মালেক মাতুব্বরের পুত্র।

অপরদিকে ইজিবাইক(অটো) চালক গুরুতর আহত থাকায় তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ফরিদপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আহতচালকের নাম মোঃ মজনু প্রমানিক(৪৫) সে কৃষ্ণপুর ইউনিয়নের উত্তর শৌলডুবী গ্রামের মৃত আলিম প্রামানিকের পুত্র।

প্রাথমিকভাবে জানা গেছে, সদরপুর থেকে কৃষ্ণপুরে যাওয়ার পথে কৃষ্ণপুর থেকে আসা ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লরী চালক হানিফ মাতুব্বর(৩৫) নিহত হয়।

এ ব্যাপারে সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে সদরপুর থানায় নিয়ে আনা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে