শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সিঙ্গাইরে ড্রাম ট্রাক ও সিএনজি সংর্ঘষে নিহত ৩

মানিকগঞ্জ/সিংগাইর প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ১৪:৫২
সিঙ্গাইরে ড্রাম ট্রাক ও সিএনজি সংর্ঘষে নিহত ৩
সিঙ্গাইরে ড্রাম ট্রাক ও সিএনজি সংর্ঘষে নিহত ৩

মানিকগঞ্জে মিনি ড্রাম ট্রাক এবং সিএনজি মুখোমুখী সংঘর্ষে চালকসক তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

আজ (সোমবার) সকাল দশটার দিকে মানিকগঞ্জ-সিংগাইর ও হেমায়েতপুর আঞ্চলিক সড়কে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত সবাই সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী ছিলেন। নিহত অটোরিক্সার চালকের নাম শাহীন মোল্লা, ৪২। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডী গ্রামের ইমান মোল্লার ছেলে। নিহত অন্য দুজন হলেন- জসিম তালুকদার (৪৫) ও তাঁর নাতিন- ইয়াসিন (৫)।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিল হোসেন বলেন বলেন, দুর্ঘটনার পর একজন ঘটনাস্থলে এবং দুইজন হাসপাতালে নেবার পর মারা গেছেন। নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে। আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে হামজা (৩) ও ফৌজিয়া (৩০)'র অবস্থা আশংকাজনক।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে