শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১৫ জানুয়ারি ২০২৪, ১৪:৩৩
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের পশ্চিম দ্বীপেশহর গ্রামের মাতাব মিয়ার ছেলে।

রবিবার সন্ধ্যায় হোসেনপুর-পুলেরঘাট সড়কের কুড়িমারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, এদিন বিকেলে সে বন্ধুদের নিয়ে অটোরিকশা যোগে পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চরপলাশ মেলায় যাচ্ছিল। পরে কুড়িমারা নামক স্থানে অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইসমাইল গুরুত্বর আহত হয়৷ পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাতে সেখানেই তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে