শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তান ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে: রিপোর্ট

যাযাদি ডেস্ক
  ০৯ মে ২০২৫, ১৬:৩০
পাকিস্তান ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে: রিপোর্ট
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সশস্ত্র বাহিনী মোট ৭৭টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে বলে নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে জিও টিভি।

শুক্রবার (৯ মে) এক লাইভ প্রতিবেদনে বলা হয়, ৮ মে সন্ধ্যার মধ্যে ২৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

নিরাপত্তা সূত্র জিও টিভিকে জানিয়েছে, এরপর গত রাত থেকে আজ শুক্রবার দুপুরের মধ্যে আরও ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ড্রোনগুলো শত্রুতাপূর্ণ নজরদারি এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনী 'ভারতীয় আগ্রাসনের যথাযথ জবাব' দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে