চিরনিদ্রায় ভাওয়াইয়া গানের শিল্পী মুস্তাফা জামান আব্বাসী।
আজ (১০ মে) শনিবার দুপুরে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবার কবরে দাফন করা হয়েছে তাকে।
ওই কবর-ফলকে লেখা রয়েছে বাবা আব্বাসউদ্দিন আহ্মদের সেই বিখ্যাত গানের কলি – ‘কি ও বন্ধু কাজল ভ্রমরা রে / কোন্ দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে’।
এর আগে বেলা ১টায় রাজধানীর গুলশানের আজাদ মসজিদে মুস্তাফা জামান আব্বাসীর জানাজা অনুষ্ঠিত হয়।
সকালে বনানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু ও দাফনের হালনাগাদ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পীর স্নেহধন্য গীতিকার-সুরকার ও সংগ্রাহক এ কে এম মোস্তাফিজুর রহমান। তিনি ‘ভাওয়াইয়া অঙ্গন’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক।