শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ঈশ্বরদীতে কুত্তা গাড়ীর চাপায় শিশু নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  ০৩ মার্চ ২০২৪, ১৩:৫৪
ঈশ্বরদীতে কুত্তা গাড়ীর চাপায় শিশু নিহত
ছবি-যাযাদি

ঈশ্বরদীতে কুত্তা গাড়ীর চাপায় ( ষ্টিয়ারিং ভুডভুডি) জিহাদ শেখ (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাবুলচাড়া সেন্টার পাড়া এলাকায় দুর্ঘটনার ঘটনাটি ঘটে।

নিহত জিহাদ বাবুলচাড়া সেন্টারপাড়া এলাকার জিয়া শেখ এর ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানাযায়, ঘটনার সময় জিহাদ বাড়ির পাশের রাস্তায় সাইকেল চালানো শিখতে ছিল। এ সময় ইট ভাটার ইট বহনের কাজে নিয়োজিত ইঞ্জিন চালিত কুত্তাগাড়ী ( ষ্টিয়ারিং ভুডভুডি) পিছন থেকে এসে জিহাদকে সজোরে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ইঞ্জিন চালিত কুত্তাগাড়ী ( ষ্টিয়ারিং ভুডভুডি) জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে