শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মোল্লাহাটে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১০

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ২০ আগস্ট ২০২৪, ১৬:২৯
মোল্লাহাটে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১০
ছবি : যায়যায়দিন

বাগেরহাটের মোল্লাহাটে কাভার্ড ভ্যান ও বেপরোয়া গতিতে চালিত যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে রাহাত (৩১) নামে ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার রাজপাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকার দিকে অত্যন্ত বেপরোয়া গতিতে চালিত টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটনায়।

এতে দুর্ঘটনা স্থলেই কাভার্ড ভ্যান চালক মোঃ রাহাত নিহত হন এবং হেল্পার গুরুতর আহত হন।

এছাড়া বাসের কয়েক যাত্রী সহ অন্তত ১০ জন আহত হয়। আহতরা মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

নিহত রাহাতের পকেটে থাকা আইডি কার্ডের উদ্বৃতি দিয়ে হাইওয়ে পুলিশ আরো জানায়, কাভার্ডভ্যানের চালক নিহত রিফাত মোয়াজ্জেম এর ছেলে, ঢাকার পল্লবী, মিরপুর ১২১৬, ১/১, রাস্তা ১১, সিএভি ৫, লাইন ৮ বাসা।

এঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে